fbpx

Running Blouse Pieces

★রানিং ব্লাউজ পিস মানে কি??★
আমরা জানি তাঁতের শাড়ীগুলো সাধারণত লম্বায় ১২ হাত অথবা ১৩-১৪ হাত হয়।
যে শাড়ীগুলো লম্বায় ১২ হাতের হয় সেগুলোতে ব্লাউজ পিস শাড়ীর সাথে দেয়া থাকে না।মানে শাড়ীর কালারের সাথে ম্যাচিং করে আলাদা ভাবে ব্লাউজ বানিয়ে নিতে হয়।১২ হাতের শাড়ীগুলোতে তুলনামূলক ভাবে কুঁচি কিছুটা কম হয়।
আর যে শাড়ীগুলো লম্বায় ১৩-১৪ হাতের হয় সেগুলোতে ব্লাউজ পিস শাড়ীর সাথে এড করে দেয়া থাকে।শাড়ীর শেষের দিকের দুই হাত পরিমানে ব্লাউজ পিস হিসেবে ধরা হয়।এটাকেই রানিং ব্লাউজ পিস বলা হয়।আপনি চাইলে শাড়ী থেকে দুই হাত পরিমানে কাপড় কেটে ব্লাউজ বানিয়ে নিতে পারেন অথবা ব্লাউজ পিস না কেটে শাড়ীর কালারের সাথে ম্যাচিং করে আলাদা ব্লাউজ বানিয়ে নিতে পারেন।
অনেকে লম্বা শাড়ী পছন্দ করে মানে শাড়ী পরলে অনেক বেশি কুঁচি হবে এমন শাড়ী পছন্দ করে।সত্যিকার অর্থে শাড়ীতে কুঁচি বেশি হলে সেই শাড়ী দেখতে খুব ভালো লাগে।
আশা করছি লেখাটা পড়লে শাড়ী কিনতে গেলে এই “রানিং ব্লাউজ পিস” কথাটার সাথে কেউ অপরিচিত থাকবেন না…😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *